প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রোরেল প্রকল্প। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন। মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনের ধ্বংসলীলা দেখে অশ্রু সংবরণ করতে পারলেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি ধ্বংসযজ্ঞকারীদের রুখে দিতে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৫জুলাই) ধ্বংসস্তূপে পরিণত হওয়া মেট্রো স্টেশন ঘুরে দেখেন তিনি। একপর্যায়ে স্টেশনের ধ্বংসলীলা দেখে কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী। এ সময় ধ্বংসযজ্ঞকারীদের রুখে দিতে জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।