প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৪
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরের এমপি মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে আগুন লাগানোর ২ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে এ সময় মন্ত্রী মহিবুল হাসান বাড়িতে ছিলেন না। তার পরিবারের সদস্যরা ছিলেন বলে জানা গেছে।
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলা চালানো হয় বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মোখলেছুর রহমান।
জানা যায়-এসময় বাড়িতে থাকা মন্ত্রীর ব্যবহৃত দুটি গাড়ি ও জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এর আগে বিকেল সাড়ে চারটার দিকে নগরের ওয়াসা মোড়ে পাহাড়তলী-ডবলমুরিং-হালিশহর আসনের আওয়ামী লীগ দলীয় এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসেও ভাঙচুর ও আগুন দেয়।
স্থানীয়রা জানিয়েছেন, নগরের পাচঁলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলে শিক্ষামন্ত্রীর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এতে বাসার কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়।
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী চট্টগ্রামের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান। স্বাধীনতার ৫৩ বছরের মধ্যে মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে এভাবে হামলার ঘটনা এটিই প্রথম।