Print

সারাদিন

বাংলাদেশিদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি দূতাবাস

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৪

সারাদিন ডেস্ক

বাংলাদেশি কর্মীদের পুনরায় ভিসা দেওয়া শুরু করেছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, বাংলাদেশি কর্মীদের জন্য আজ থেকে আবারও ভিসা দেয়া শুরু করেছে সৌদি দূতাবাস।

বুধবার (১৪ আগস্ট) অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের শেষে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

এসময় সৌদি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের নতুন সরকারকে সহযোগিতা করবে সৌদি আরব। বৈঠকের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও সৌ‌দির মধ্যে ঐ‌তিহা‌সিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈ‌তিক ইস‌্যু, ভিসা ইস‌্যুসহ বি‌ভিন্ন বিষয়ে আলাপ করে‌ছি। আমরা আশা কর‌ছি, দ্রুতই বাংলাদেশে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফিরে আসবে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও সৌ‌দির মধ্যে ঐতিহা‌সিক সম্পর্ক রয়েছে। আমরা আশা কর‌ছি, দ্রুতই বাংলাদেশে স্থি‌তিশীলতা ও শা‌ন্তি ফিরে আসবে।

বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা সৌ‌দিতে অ‌্যাসাইলাম চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রদূতের দৃ‌ষ্টি আকর্ষণ করা হলে তি‌নি বলেন, এরকম কিছু আমি শু‌নিনি।

Nagad
Nagad