প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৫ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) গ্রেপ্তারকৃত আসামীকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, বুধবার (১৪ আগষ্ট) রাত ৯ ঘটিকার সময় ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের পূর্বভোটহাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মোল্লাহর পুত্র মাদক ব্যবসায়ী নুরুজ্জামান মোল্লাহ ভারত থেকে হেরোইন নিয়ে আসার পথে মানিককাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসামাত্র গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় জনতা তাকে আটক করে দেহ তল্লাশী করে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে থানা পুলিশে সোপর্দ করে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।