Print

সারাদিন

সাবেক সিনিয়র সচিব শাহ কামাল গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শুক্রবার ( ১৬ আগস্ট ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাবর রোডের বাসায় ডিএমপি’র একটি অভিযানে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল।

শনিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের একটি সূত্র জানায়, শাহ কামাল ভারতে পালিয়ে যাওয়ার জন্য মহাখালীতে একটি বাসায় অবস্থান করছিলেন। সেখানে কালো গ্লাসের একটি গাড়ি রাখা ছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওই মন্ত্রণালয়ের সচিব এবং ২০১৯-২০২০ সাল পর্যন্ত জ্যেষ্ঠ সচিব হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে শুক্রবার রাতে শাহ কামালের মোহাম্মাদপুরের বাসায় অভিযান চালিয়ে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

Nagad
Nagad