Print

সারাদিন

চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৪

সারাদিন ডেস্ক

কাতার বিশ্বকাপের পর থেকেই ফুটবল মাঠে খারাপ সময় পার করছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপের বাছাইতেও ভালো অবস্থানে নেই সেলেসাওরা। সবশেষ কোপা আমেরিকাতেও ব্যর্থ হয়েছেন ভিনি-রদ্রিগোরা। আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের আরও দুটি ম্যাচ খেলবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

শুক্রবার (২৩ আগস্ট) ঘোষিত স্কোয়াডে বড় চমক প্রথমবারের মতো ব্রাজিলের দলে ডাক পাওয়া এস্তেভো উইলিয়ান। এই ফুটবলারকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি।

আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এর চার দিন পর খেলবে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড

গোলরক্ষক : অ্যালিসন, বেন্তো ও এদারসন।

ডিফেন্ডার : দানিলো, ইয়ান কুতো, গিলহার্ম আরানা, ওয়েন্ডেল, বেরাল্ডো, মার্কুইনহস, এদার মিলিতাও ও গ্যাব্রিয়েল মাগালহেস।

Nagad
Nagad

মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারাস, গারসন, জোয়াও গোমেজ ও লুকাস প্যাকুয়েতা।

ফরোয়োর্ড : রদ্রিগো, এনদ্রিক, ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও, লুইজ হেনরিক, পেদ্রো ও সাভিনহো।