প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪
কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোবাইল ফোন না পেয়ে বোনের সাথে অভিমান করে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সোনাহাট ইউপির মধ্য ভরতের ছড়া গ্রামের বিএসসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ আলী (১০) ওই গ্রামের ভ্যান চালক শাজ আলীর ছেলে।
সোনাহাট ইউপি চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন জানান, নিহত শিক্ষার্থী আল-কারীম ইসলামী একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র। তার মোবাইল ফোনের প্রতি আসক্তি ছিলো। সোমবার সকালে মোবাইল ফোন দেখা নিয়ে বোনের সাথে ঝগড়া বাঁধে। পরে বাবা ফোন লুকিয়ে রেখে নদীতে মাছ ধরতে যায়। এ সময় সোহাগ ঘরে ঢুকে মোবাইল ফোন না পেয়ে কান্নাকাটির এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।