প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের কোনো ঠাঁই নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন -দলের নাম ব্যবহার করে যারাই বিশৃঙ্খলা করবে, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।
শনিবার (৩১ আগস্ট) কুমিল্লার লালমাই উপজেলায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ পূর্ব বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচার করে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে।
দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।
ক্ষমতার পালাবদলে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগ আসছে। এসবের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এলে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিন।
বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানান দলটির মহাসচিব। যারা বিশৃঙ্খলা করবে তাদের ঠাঁই বিএনপিতে হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
ষড়যন্ত্র চলছে দাবি করে ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আজ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। আপনারা সবাই সজাগ থাকবেন।’
সরকারকে বিএনপি সময় দেবে জানিয়ে তিনি বলেন, ‘নতুন যে সরকার সেটি মাত্র ২০-২২ দিন হলো। আমরা তাদের সময় দিতে চাই। আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি যাতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে পারে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি, যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায়, তবেই জনগণের আস্থা ফিরবে। তাই আমরা এই সরকারকে বলেছি, একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূইয়া, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন প্রমুখ।