Print

সারাদিন

মোংলায় বিদেশি মদ জব্দ , আটক ১

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলা পৌর এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারীকে আটক করেছে মোংলা থানা পুলিশ ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রহিম (৫৫)নামে একজন আটক হয়েছে।

সে পৌর শহরের মাদ্রাসা রোডের মৃত মজিবুল হকের ছেলে।

বৃহস্পতিবার (৫সেপ্টম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতের প্রেরণ করা হয়েছে।

মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, ” আব্দুর রহিম প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে এলাকায় বিদেশি মদ বিক্রি করে।এমন তথ্যের ভিত্তিকে বুধবার ( ৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোংলা পৌর শহরের শামসুর রহমান সড়কের একটি ভাড়া বাসা থেকে ২৯ বোতল বিদেশি মদসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে

Nagad
Nagad