Print

সারাদিন

আত্মহত্যা করেছেন অভিনেত্রী মালাইকা অরোরার বাবা

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৪

সারাদিন ডেস্ক

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বাবা অনিল আরোরা আর নেই। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি বহুতল ভবনের ষষ্ঠ তলা থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানা যায়, এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বান্দ্রা পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের দল। সেই সঙ্গে মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন মালাইকার বাবা। তবে এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। এমনকি কেন তিনি এমন পদক্ষেপ নিলেন তাও স্পষ্টভাবে জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার (১১ সেপ্টেম্বর) মুম্বাইয়েল বান্দ্রার একটি ভবনের ছাদ থেকে লাফ দেন অনীল আরোরা। ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা গিয়েছেন। তবে এখনো কোনো সুইসাইড নোট পায়নি পুলিশ। এ ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না মালাইকা। তিনি ছিলেন পুণেতে।

এদিকে মালাইকা বা তার পরিবারের পক্ষথেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে মালাইকার পাশে আছেন প্রাক্তন স্বামী আরবাজ খান। অভিনেত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে আছেন তিনি। এরইমধ্যে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। মালাইকার বয়স যখন ১১ এবং তার বোন অভিনেত্রী অমৃতা অরোরার বয়স যখন ৬, ঠিক সেই সময়ই মালাইকার মায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অনিল অরোরার। মা জোসির কাছেই বড় হন মালাইকা ও অমৃতা। তবে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না তার।

Nagad
Nagad