Print

সারাদিন

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি গ্রেপ্তার

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর হাতিরঝিল থানায় রুজু হওয়া মামলার এজাহারনামীয় আসামি স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতিরঝিল থানায় করা মামলার আসামি রনিকে তুরাগ থানা এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে গতকাল ২৫ সেপ্টেম্বর রাতে তুরাগ থানা এলাকা যৌথভাবে অভিযান চালিয়ে তুরাগ থানার একটি টিম ও হাতিরঝিল থানার একটি টিম রনিকে গ্রেপ্তার করে।

হাতিরঝিল থানার মামলায় রনিকে আদালতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।