প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিহত রফিকের (৬২) বাড়ি বরিশাল ও সাব্বিরের (১৫) বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় ও হত্যাকাণ্ডের বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ওসি তৌহিদ আহমেদ জানান, গুলশান-২ রোড নম্বর ১০৮ এর ২১ নম্বর প্লট থেকে রফিক ও সাব্বির নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতের যেকোনো সময় তাদের হত্যা করা হয়েছে। মরদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।