Print

সারাদিন

কানপুর টেস্ট: বিবর্ণ সাকিব-লিটনের পর মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪

সারাদিন ডেস্ক

কানপুরের গ্রিন পার্কে এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করলেন মুুুুমিনুল হক। এক প্রান্তে মুশফিকুর রহিম, লিটন দাস ও সাকিব আল হাসান উইকেট বিলিয়ে দিলেও অপর প্রান্ত আগলে রাখলেন বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন তিনি। স্বাগতিক ভারতীয় দলের শতশত সমর্থকের সামনে উঁচিয়ে ধরলেন ব্যাট।

সিরিজের প্রথম ম্যাচ চেন্নাই টেস্টে ৩টি সেঞ্চুরি পেয়েছিল ভারত। কিন্তু বাংলাদেশ পায়নি একটিও। অবশেষে ভক্তদের প্রত্যাশা ও বাংলাদেশের অভাব কানপুরে পূরণ করলেন মুমিনুল। টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি হাঁকালেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার। দীর্ঘ ১৫ মাস পর তিন অঙ্কের ঘর স্পর্শ করলেন তিনি। সবশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের জুনে, আফগানিস্তানের বিপক্ষে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চতুর্থ দিনে ব্যক্তিগত ৪০ রানে ব্যাটিং শুরু করা মুমিনুল ১৭২ বলে পূরণ করেন সেঞ্চুরির কোটা। যদিও ব্যক্তিগত ৯৫ রানের মাথায় একবার সিরাজের বলে জীবন পেয়েছিলেন তিনি। ১৭২ বলে ১৬ চার ও ১ ছক্কার মারে ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি ছুঁয়েছেন এই বাঁহাতি। তার সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ পেরিয়ে গেছে দুইশ রান। ৬৬ ওভারে ৬ উইকেটে ২০৫ রান নিয়ে মধ্যান বিরতিতে গেছে বাংলাদেশ। মিরাজ অপরাজিত আছেন ৬ রানে।

চতুর্থ দিনের শুরুতে দুই অপরাজিত ব্যাটারের মধ্যে মুশফিকুর রহিম আউট হলেও টিকে ছিলেন মুমিনুল হক।

সবমিলিয়ে ১৪ ইনিংস আর ১৫ মাসের ব্যবধানে সেঞ্চুরি পেলেন মুমিনুল হক। ২০২৩ সালের জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ১২ নাম্বার টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার।

Nagad
Nagad