Print

সারাদিন

সাবেক ইসি সচিব জাহাংগীর আলম গ্রেপ্তার

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর গুলশান থেকে জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডামি নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে ইসি সচিবের দায়িত্ব পালন করেন জাহাংগীর আলম। পরে ২১ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়। গত ৩০ মে থেকে ওই আদেশ কার্যকর হয়। বিসিএসের ১৩তম ব্যাচের কর্মকর্তা জাহাংগীর আলম এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেন।

Nagad
Nagad