Print

সারাদিন

সাবেক এমপি একরামুল করিম চৌধুরী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি:

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপিদের গ্রেপ্তারের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এবার গ্রেপ্তার করা হয়েছে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রামের খুলশি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে, একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

নোয়াখালীর প্রভাবশালী ও আলোচিত নেতা একরামুল করিম চৌধুরী। এক সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠভাজন হলেও পরে তার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হয়। ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদেরে সঙ্গে বিভিন্ন সময় তার বিরোধী প্রকাশ্যে আসে। এছাড়া এলাকায় ক্ষমতার অপব্যবহারসহ নানা অপকর্মের কারণে বারবার আলোচিত-সমালোচিত হয়েছেন আওয়ামী লীগের এই নেতা।

একরামুল করিম চৌধুরী ২০০৮ সালের নির্বাচনে প্রথম বার নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর প্রতিটি নির্বাচনেই আওয়ামী লীগের টিকিটে তিনি বিজয়ী হন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

Nagad
Nagad