Print

সারাদিন

বৃষ্টি কতদিন থাকবে জানাল আবহাওয়া অধিদফতর

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪

সারাদিন ডেস্ক

ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এরমধ্যেই উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দেশজুড়ে চলমান বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, মধ্য অক্টোবরের পর থেকে এই বৃষ্টির প্রবণতা কমতে শুরু করতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, সারাদেশে মৌসুমি বায়ু ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকবে। এর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অতি ভারী বৃষ্টি না হলেও ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।

এদিকে লঘুচাপের প্রভাবে কয়েকদিন ধরে চলা বৃষ্টির ধারা আজ শনিবারও অব্যাহত আছে। রাজধানীতে শেষ রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। সকালেও কোথাও অল্প আবার কোথাও মুষলধারে বৃষ্টি পড়তে দেখা গেছে। এর ফলে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা গিয়েছে। যানবাহনের ধীরগতির কারণে সাপ্তাহিক ছুটির দিন হলেও সড়কে যানজট দেখা গেছে।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Nagad
Nagad

নদীবন্দরগুলোতে ১ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে।