প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪
সারাদিন ডেস্ক
উলভসের সঙ্গে রোমাঞ্চকর জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু তাদের ক্ষণিকের সুখ কেড়ে নিল লিভারপুল। চেলসিকে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে তারা। লিগে এখনো পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৭টিতেই জয় পেয়েছে লিভারপুল। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটির চেয়ে এক পয়েন্ট পিছিয়ে সিটি। লিভারপুলের সমান ম্যাচই খেলেছে তারা। তিনে থাকা আর্সেনালের পয়েন্ট ১৭।
উলভারহ্যাম্পটনের মাঠে রবিবার রাতে প্রথমে পিছিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের সপ্তম মিনিটেই ইওর্গেন লারসেনের গোলে উলভস এগিয়ে যায়। ঘরের মাঠে গতবারের মতো এবারও সিটিকে হারানোর সম্ভাবনা জাগায় দলটি। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে সিটি। ৩৩ মিনিটে দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে সমতা আনেন সিটির রক্ষণভাগের খেলোয়াড় জেসকো গাভারদিওল।
নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতা থাকে সিটি আর উলভারহ্যাম্পটনের ম্যাচে। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সিটির ত্রাতা হয়ে আসেন জন স্টোনস। বদলি নামা ফিল ফোডেনের কর্নার থেকে মাথা ছুইয়ে গোল এনে দেন সিটিকে। তাতে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা।
অন্যদিকে, সাবেক চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে লিভাপরপুলের হয়ে গোল দেন মোহাম্মদ সালাহ ও কার্টিস জোন্স। ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টিতে গোল পান সালাহ। তবে ৪৮ মিনিটে নিকলাস জ্যাকসনের গোলে সমতায় ফেরে চেলসি। তার ৩ মিনিট পরই লিভারপুলকে এগিয়ে দেন জোন্স।