Print

সারাদিন

‘কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি’

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি বলেন-আপনারা জানেন, সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, তবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়া হয়নি।”

তিনি আরও জানান, গণভবনকে জাদুঘরে পরিণত করার পরিকল্পনা রয়েছে, এবং সেখানে ‘আয়নাঘরের’ একটি প্রতিরূপ নির্মাণ করা হবে।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ এই তথ্য জানান।

গণভবনকে জাদুঘর করার পাশাপাশি আয়নাঘরের একটা রেপ্লিকাও এখানে করা হবে বলে জানিয়েছেন তিনি।

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান কথা বলেছেন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে রাষ্ট্রপতি ইস্যু সমাধান করা হবে।

রাষ্ট্রপতি অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, এটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সমাধান করা হবে।

Nagad
Nagad

এদিকে, আজ উচ্চ আদালতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে নির্দেশনার জন্য রিট দায়ের করা হয়েছে। রিট দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক।