Print

সারাদিন

রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪

সারাদিন ডেস্ক

পবিত্র রমজান মাস আগমনের দিনগণনা শুরু হয়েছে। আর মাত্র চার মাস শুরু হতে যাচ্ছে পবিত্র এ মাস। আগামী বছরের ১ মার্চ রমজান শুরু হতে পারে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত।

সোমবার (২৮ অক্টোবর) দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটির সূত্রে বলা হয়েছে, ইসলামী বর্ষপঞ্জি অনুসারে পঞ্চম মাস জমাদিউল আউয়াল। এ মাসের অর্ধচন্দ্রাকার চাঁদ রমজানের তারিখের পূর্বাভাস দিতে সাহায্য করে।

এদিকে আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইবরাহিম আল-জারওয়ান জানিয়েছেন, দেশটিতে আগামী বছরের ১ মার্চ রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত দিনক্ষণ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

রমজান হলো ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির নবম মাস। এই মাসের ৩০ বা ২৯ দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন মুসলিমরা। সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর নির্ভর করে উপবাসের সময়কাল পরিবর্তিত হয়।

অবশ্য হিজরি সনের তারিখ গণনা চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

Nagad
Nagad

তাই স্থানভেদে এর তারিখ পরিবর্তন হতে পারে। পবিত্র রমজানসহ অন্য মাসগুলো শুরুর আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখা কমিটি দিয়ে থাকে।

প্রসঙ্গত, সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরুর একদিন পর বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়। সেই হিসাবে বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হতে পারে।