প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪
জ্যেষ্ঠ প্রতিবেদক:
টঙ্গীর তুরাগ নদের তীরে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। এর প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ইজতেমার তারিখ নির্ধারণ নিয়ে সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষকে আলোচনায় ডাকলেও সভায় উপস্থিত হন মাওলানা সাদ পন্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে ধর্ম, তথ্য, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা ছাড়াও সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা।
বৈঠকে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণের পাশাপাশি আইনশৃঙ্খলা, বিদেশিদের ভিসা প্রদানসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এর আগে সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এবারের ইজতেমা নির্বিঘ্ন করতে তাবলিগের দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি।
বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগে ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।
তবে কোন পক্ষ আগে ও কোন পক্ষ পরে ইজতেমা করবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
উল্লেখ্য, টঙ্গীর তুরাগ নদের তীরে বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।
তাবলিগের একাংশের মুরুব্বি ও ভারতের মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই পক্ষ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন। এর একটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা, অপরটির নেতৃত্বে আছেন আলমী শুরাপন্থী বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা।