Print

সারাদিন

জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর ‘কসাই সোহেল’ গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর কসাই সোহেলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রাজধানীর গাবতলী গরুর হাট এলাকা থেকে জেনেভা ক্যাম্পের বোমা তৈরির কারিগর এবং হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কসাই সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।