Print

সারাদিন

জাতির সামনে দেশকে নতুন করে গড়ার যে সুযোগ এসেছে: ফখরুল

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতির সামনে দেশকে নতুন করে গড়ার যে সুযোগ এসেছে, তা হাতছাড়া না করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, তিন মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছে। এই সরকারকে সময় দিতে হবে। সংস্কারের জন্য অনেক কমিশন করেছে, ফ্যাসিবাদের বিচারের উদ্যেগ নিয়েছে। এই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না।

বিএনপির এই নেতা বলেন, বিভিন্ন ধরনের নেতিবাচক কথার কারণে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে, কোনো কোনো মিডিয়া সেটিকে আবার প্রোমোট করছে, এটা বন্ধ করতে হবে। বয়স্কদের অভিজ্ঞতার সঙ্গে যুবকদের শক্তি, সাহসকে এক করে দেশের কাজে লাগাতে হবে।

শনিবার (৯ নভেম্বর) হাইকোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “এবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেটি যেন আমরা হাতছাড়া না করি। এই সুযোগ হারিয়ে গেলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।” তিনি আরও বলেন, “যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, তাদের আমরাই সমর্থন দিয়েছি। ১৫ বছর আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে, তারা সেগুলো সরিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।”

নির্বাচন ও গণতন্ত্র প্রসঙ্গে ফখরুল বলেন, “আমি বরাবরই গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ। গণতন্ত্র মানেই সহনশীলতা এবং জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কার সম্ভব নয়।”

Nagad
Nagad

তিনি তরুণ-যুবকদের শক্তি এবং সাহসের সাথে বয়স্কদের অভিজ্ঞতা এক করে দেশের কাজে লাগানোর উপর জোর দেন।