Print

সারাদিন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে গেল আটজনের প্রাণ, হাসপাতালে ভর্তি ১১৩৪

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪

সারাদিন ডেস্ক

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৪ সালে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫০ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৪ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা পৌঁছেছে ৭১ হাজার ৫৬ জনে।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৫ জন ঢাকার এবং বাকিরা বরিশাল ও চট্টগ্রামের বাসিন্দা।

ঢাকা বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে গত ২৪ ঘণ্টায় ২৬১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার উত্তর সিটি করপোরেশনে ভর্তি হয়েছেন ২৪১ জন এবং দক্ষিণ সিটিতে ১৪৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৬৩ জন, খুলনায় ১১০ জন এবং বরিশালে ১৩১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের শুরু থেকে ৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৫০ জন, এবং মোট ৭১ হাজার ৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, যেখানে এ বছর ১৫৯ জন মারা গেছেন।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটে, যেখানে তিন লাখের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Nagad
Nagad