প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪
সারাদিন ডেস্ক
জাপানের পার্লামেন্টে আজ সোমবার (১১ নভেম্বর) ক্ষমতাসীন জোটের সমর্থনে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শিগেরু ইশিবা। গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ নির্বাচনী ফলাফলের পরও তিনি প্রধানমন্ত্রীর পদ ধরে রাখতে সক্ষম হয়েছেন। পার্লামেন্ট সদস্যদের ভোটে তিনি প্রয়োজনীয় সমর্থন অর্জন করেন। এএফপি জানিয়েছে, তবে আইন পাস এবং কার্যক্রম পরিচালনায় ইশিবাকে এখন শরিকদের সঙ্গে বেশি সমঝোতা করতে হতে পারে।
মাত্র ছয় সপ্তাহ আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া ইশিবা অক্টোবরের শেষ দিকে আগাম নির্বাচনের ঘোষণা দেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) অবস্থান যাচাই করতেই তিনি এ পদক্ষেপ নেন। কিন্তু মূল্যস্ফীতি ও তহবিল কেলেঙ্কারি নিয়ে জনগণের অসন্তোষের কারণে নির্বাচনে বড় ধাক্কা খায় এলডিপি ও তাদের শরিকরা।
আজকের ভোটাভুটিতে ইশিবা ২২১ ভোট পেয়ে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন, যেখানে কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ইয়োশিহিকো নোদা পান ১৬০ ভোট। স্পিকার ফুকোশিরো নাকাগা এ ফলাফল ঘোষণা করেন, এরপর পার্লামেন্ট সদস্যদের সামনে মাথা নত করে অভিবাদন জানান ইশিবা।
জাপানের ৪৬৫ আসনের পার্লামেন্টে এলডিপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারালেও এখনও সবচেয়ে বড় ব্লক হিসেবে রয়েছে। আজ প্রধানমন্ত্রী ইশিবা তার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে, যা সম্রাটের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পর কাজ শুরু করবে।