প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় শেরপুরে এক তরুণকে অপহরণের অভিযোগে এক কলেজপড়ুয়া তরুণী ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৪ নভেম্বর সন্ধ্যায় শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সুমন মিয়া (১৭) কলেজ থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। তার বাবা নজরুল ইসলাম এ ঘটনায় সদর থানায় মামলা করেন। এজাহারে তরুণী ও তার বাবা ছাড়াও আরও দুই-তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই তরুণী সুমনকে অপহরণ করেন। রোববার রাতে পুলিশ অভিযুক্ত বাবা-মেয়েকে গ্রেপ্তার করে।
ওসি জুবায়দুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং সুমনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ মুঠোফোন ট্র্যাকিংয়ে সুমনের অবস্থান ময়মনসিংহে পাওয়া গেলেও বর্তমানে তার ফোন বন্ধ রয়েছে।