প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
‘অমর একুশে বইমেলা ২০২৫’ এবার সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজনের জন্য নির্দেশনা দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ৬ নভেম্বর পাঠানো এক চিঠিতে তারা বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এতে বইমেলার আয়োজনের স্থান নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
গত এক দশক ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে অনুষ্ঠিত হয়ে আসছে অমর একুশে বইমেলা। ২০২৩ ও ২০২৪ সালে প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গাজুড়ে এই মেলা আয়োজিত হয়, যার অধিকাংশ স্টল বরাদ্দ ছিল সোহরাওয়ার্দী উদ্যানে। তবে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে থাকা এই উদ্যানের ব্যবহার নিয়ে বেশ কয়েক বছর ধরেই আলোচনা চলছে। এমনকি বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে পূর্বাচলে সরিয়ে নেওয়ার কথাও শোনা যাচ্ছিল।
এ প্রসঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা করা যাবে না বলে গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয় জানিয়েছে। তবে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে মেলা আয়োজনের জন্য আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।’