প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ। বুধবার (১৩ নভেম্বর ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।
চকবাজার থানার ওসি রেজাউল হোসেন জানান, রাত সোয়া একটার দিকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, সোলায়মান সেলিমের বাবা, সাবেক এমপি হাজি সেলিমও কিছুদিন আগে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান বলে পুলিশ সূত্রে জানা যায়।