প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪
সারাদিন ডেস্ক
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তিনি এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) জানান।
কেনেডি জুনিয়র, যারা এবারের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, একাধিক বিতর্কের কারণে জনসমর্থন লাভ করতে পারেননি। পরে, তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানান।
নিজের এক্স অ্যাকাউন্টে ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্রের যেকোনো প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করা। কেনেডি জুনিয়র যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগকে নতুনভাবে গড়ে তুলবেন, যা স্বাস্থ্যবিধি ও বিজ্ঞানসম্মত গবেষণার মাধ্যমে দেশকে আরও সুস্থ করে তুলবে।”
বৃহস্পতিবার কেনেডি জুনিয়র এক বিবৃতিতে বলেন, “আমি ৮০,০০০ কর্মচারীর সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত, যাতে এজেন্সিগুলোকে করপোরেট হস্তক্ষেপ থেকে মুক্ত করে আমেরিকানদের সবচেয়ে স্বাস্থ্যকর জাতি হিসেবে গড়ে তোলা যায়।”
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি জুনিয়র পরিবেশবাদী আইনজীবী হিসেবে পরিচিত। তিনি ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়ন সংগ্রহ করতে চেয়েছিলেন, তবে তার ভ্যাক্সিনবিরোধী অবস্থান এবং ষড়যন্ত্র তত্ত্বের কারণে অনেক সমালোচনার মুখে পড়েন।