Print

সারাদিন

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর প্রক্রিয়া শুরু, মতামত চেয়েছে বিটিআরসি

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

ডিজিটাল সংযোগে নতুন মাত্রা আনতে দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে এবং এটি চূড়ান্ত করার জন্য ১৮ নভেম্বর পর্যন্ত জনমত আহ্বান করেছে।

বিটিআরসির খসড়া নির্দেশিকা অনুযায়ী, এনজিএসও (নন-জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট) স্যাটেলাইট সিস্টেম এবং পরিষেবা পরিচালনার জন্য দেশে নিবন্ধিত কোম্পানি, বিদেশি অংশীদারত্ব বা অনাবাসী বাংলাদেশিরা আবেদন করতে পারবে। লাইসেন্সের মেয়াদ হবে পাঁচ বছর।

মুল্য ও শর্তাবলী:

লাইসেন্স আবেদন ফি: ৫ লাখ টাকা, অধিগ্রহণ ফি: ১০ হাজার মার্কিন ডলার বার্ষিক ফি: ৫০ হাজার মার্কিন ডলার, বার্ষিক টার্মিনাল ফি: প্রতি ইউনিট ২০ ডলার বিটিআরসিকে মোট রাজস্বের ৫.৫% এবং মহাকাশ শিল্পের উন্নয়নে ১% জমা দিতে হবে।লাইসেন্সধারীরা ব্রডব্যান্ড ইন্টারনেট, ইন্ট্রানেট পরিষেবা, আইওটি এবং রিমোট সেন্সিংসহ বিভিন্ন পরিষেবা সরবরাহ করতে পারবে। তবে সম্প্রচার বা সরাসরি-টু-হোম পরিষেবায় অনুমোদন নেই।

এ উদ্যোগের মাধ্যমে ইলন মাস্কের স্টারলিংকসহ আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য বাংলাদেশের বাজার উন্মুক্ত হতে পারে। দেশের মোবাইল অপারেটর ও আইএসপি সংস্থাগুলো এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

রবি আজিয়াটার কর্পোরেট কর্মকর্তা শাহেদ আলম বলেন, এটি ব্যাকহোলিং, দুর্যোগ ব্যবস্থাপনা এবং গ্রাহক ডেটা ব্যবহারের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করবে। বাংলালিংকের তৈমুর রহমান এ উদ্যোগের জন্য জনমত নেওয়ার প্রক্রিয়াকে ইতিবাচক উল্লেখ করেছেন।

Nagad
Nagad

বিটিআরসির এ পদক্ষেপ ডিজিটাল বিভাজন দূর করে দেশের তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।