প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪
জ্যেষ্ঠ প্রতিবেদক:
আগামীর বাংলাদেশ ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার ওপর ভিত্তি করে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, তরুণ প্রজন্ম সবাইকে সঙ্গে নিয়ে একটি নতুন সমাজ গঠনের ডাক দিয়েছে। আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার মূর্ত প্রতীক। তবে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এখন বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলায় আমাদের ধৈর্য ধরে এগোতে হবে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৪’-এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এ আয়োজন করেছে।
থ্রি জিরোর (জিরো দারিদ্র্য, জিরো বেকারত্ব এবং জিরো কার্বন নিঃসরণ) ভিত্তিতে নতুন সভ্যতা গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “বর্তমান সভ্যতা পরিবেশের ক্ষতি করেছে এবং মানুষকে মুনাফার পেছনে ছুটতে বাধ্য করেছে। আমাদের প্রয়োজন এমন একটি সভ্যতা যেখানে সম্পদ কুক্ষিগত না করে সবার মধ্যে সমানভাবে বণ্টন হবে।”
বাংলাদেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তার প্রশংসা করে ড. ইউনূস বিদেশি অতিথিদের আহ্বান জানান, দেশের রাস্তা ও তরুণদের কার্যক্রম দেখে তাদের চিন্তা-ভাবনা বুঝতে। তিনি বলেন, “তরুণ প্রজন্ম আমাদের শিখিয়েছে কীভাবে একটি নতুন বাংলাদেশ গঠন করা যায়। আমি আপনাদেরও আহ্বান জানাই, একটি নতুন বিশ্ব গঠনের স্বপ্ন দেখতে।”
তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। ‘এ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড’ থিমে আয়োজিত এ সম্মেলনে ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জন আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন।