প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪
সারাদিন ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনা ঘটে স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সিজারিয়া শহরে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বোমাগুলো বাগানে পড়লেও ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি এবং ঘটনার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। রোববার (১৭ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
এ ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, “এ হামলা সমস্ত সীমা অতিক্রম করেছে। প্রধানমন্ত্রী ইরান ও তাদের প্রক্সি বাহিনীর হুমকির মুখে রয়েছেন, যারা তাকে হত্যা করতে চায়। নিরাপত্তা ও বিচার বিভাগকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।”
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ হামলার তীব্র নিন্দা জানিয়ে নিরাপত্তা সংস্থা সিন বেটকে দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করার নির্দেশ দিয়েছেন।
নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর বলেন, “প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি রেড লাইন অতিক্রম করেছে। আজকের হামলা সেই উস্কানিরই অংশ।”
উল্লেখ্য, গত অক্টোবরে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলার একটি ঘটনা ঘটেছিল। তবে সেসময়ও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।