Print

সারাদিন

নির্বাচন কবে হবে, তা স্পষ্টভাবে বলা সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

জ্যেষ্ঠ প্রতিবেদক:

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে সরে যেতে চাই। তবে আমরা স্পষ্টভাবে জানি না কবে নাগাদ নির্বাচন দেয়া সম্ভব হবে। কারণ, বিভিন্ন কমিশন কাজ করছে এবং তাদের প্রতিবেদন পাওয়ার পরই আমরা জানতে পারব কত দ্রুত এই কাজটি করতে পারব।”

রোববার (১৭ নভেম্বর) ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন আরও জানান, যুক্তরাজ্য বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং তারা জানাতে চেয়েছে, অন্তর্বর্তী সরকারকে কীভাবে সহায়তা করা যেতে পারে।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাঠানোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত কিছু নেই, তবে আমরা তার ভিসা নিয়ে সহায়তা করছি এবং আশা করি তিনি চিকিৎসার জন্য সেখানে যেতে পারবেন।”

বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, অবৈধ অভিবাসীদের ফেরত নেয়া এবং ইটালির সঙ্গে চলমান কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছেন।

Nagad
Nagad