প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪
পাবনা সংবাদদাতা:
পাবনা শহরের খেয়াঘাট আলিয়া মাদরাসা রোডে তুষার (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তুষার পাবনা পৌরসভার রাধানগর ময়দানপাড়া মহল্লার বাসিন্দা এবং পেশায় একজন সেনেটারি মিস্ত্রি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, দুর্বৃত্তরা তুষারকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তুষারকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যার পেছনে পূর্বের মামলা?
পুলিশ জানায়, তুষার এর আগে সিয়াম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন এবং কিছুদিন আগে জামিনে মুক্তি পান। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে। বিস্তারিত তদন্তের পর হত্যার মূল কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।