প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২১ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৮৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ৮১,০৬৮ জন।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া ছয়জনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, দুইজন চট্টগ্রামের, একজন ময়মনসিংহ বিভাগের এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা।
ঢাকার দুই সিটি করপোরেশন মিলে ৩৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৪৪ জন ঢাকা উত্তর সিটি করপোরেশনে এবং ১১৫ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। অন্যান্য বিভাগে আক্রান্তের সংখ্যা হলো:
ঢাকা বিভাগ: ২৮৯ জন, চট্টগ্রাম বিভাগ: ১০৭ জন, খুলনা বিভাগ: ১৪৫ জন, বরিশাল বিভাগ: ৮৪ জন
ময়মনসিংহ বিভাগ: ৩৬ জন, রাজশাহী বিভাগ: ৫৮ জন, রংপুর বিভাগ: ১০ জন, সিলেট বিভাগ: ৪ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ৬৩.১০ শতাংশ পুরুষ এবং ৩৬.৯০ শতাংশ নারী। অন্যদিকে, মৃতদের মধ্যে ৫০.৪০ শতাংশ নারী এবং ৪৯.৬০ শতাংশ পুরুষ।
২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে মোট ৩,২১,১৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নেন, যার মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে দুই লাখ ১১ হাজার ১৭১ জন।
অতীতের পরিসংখ্যান
২০১৯ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১,০১,৩৫৪ জন, যেখানে প্রায় ৩০০ জন মারা যান। ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮,৪২৯ জন এবং মারা যান ১০৫ জন। ২০২২ সালে ৬২,৩৮২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ২৮১ জন।
বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞরা মশা নিধনে সক্রিয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।