Print

সারাদিন

‘এস আলম কিংবা বেক্সিমকো যেই হোক, কোনো প্রতিষ্ঠানকেই বন্ধ হতে দেবো না’

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, “এস আলম অথবা বেক্সিমকো, যেই প্রতিষ্ঠানই হোক, আমরা কোনো প্রতিষ্ঠানকেই বন্ধ হতে দেবো না।” তিনি জানান, এসব প্রতিষ্ঠান বাংলাদেশের জাতীয় সম্পদ এবং এগুলো চালানোর ব্যবস্থা করা হবে, কারণ এতে অনেক মানুষের কর্মসংস্থান এবং ব্যাংকগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, “ব্যক্তি এবং প্রতিষ্ঠান আলাদা, তাই ফান্ড ডাইভারশন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “একটি প্রতিষ্ঠান গড়ে তোলা কঠিন এবং সময়সাপেক্ষ, কিন্তু সেটি ধ্বংস করা সহজ।”

গভর্নর বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সবার আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেগুলো ফেরত দেওয়া।” তিনি জানান, ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া হচ্ছে, তবে কোনোকিছু অপ্রয়োজনীয়ভাবে বিতরণ করা হবে না।

এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ জানান, ব্যাংকটি গত তিন মাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং ৪ হাজার ৯৭২ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

বিভিন্ন তদন্ত সংস্থার মাধ্যমে লুটপাট হওয়া টাকা আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এমডি আরও জানান, এস আলমের শেয়ার বিক্রির জন্য শিগগিরই আদালতে মামলা করা হবে এবং শেয়ার বিক্রি করে ১০ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

Nagad
Nagad