Print

সারাদিন

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

সারাদিন ডেস্ক

ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

রেজাউল করিম জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

রাজনীতি ও কর্মজীবন
১৯৫০ সালের জুন মাসে ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন কামরুল ইসলাম। ঢাকা বারে আইন পেশা শুরু করে পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যোগ দেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ঢাকার পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

ছাত্রলীগের নেতা হিসেবে ১৯৬৯ সালের গণআন্দোলনে অংশ নেওয়া কামরুল ইসলাম মুক্তিযুদ্ধপূর্ব ছয় দফা ও ১১ দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা হিসেবে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বর্তমানে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Nagad
Nagad

সংসদ সদস্য ও মন্ত্রিত্ব
২০০৮ সালের জাতীয় নির্বাচনে ঢাকা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন কামরুল ইসলাম। ওই সময় তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।