প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে দেশের বৃহত্তম সার্ভিস মার্কেটপ্লেস
সেবাএক্সওয়াইজেড (Sheba.xyz)। সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে প্রতিষ্ঠান দুটি এ চুক্তি করে।
চুক্তির অংশ হিসেবে, প্রাইম ব্যাংকের কার্ডহোল্ডাররা সেবাএক্সওয়াইজেড প্লাটফর্ম থেকে কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট পাবেন। এছাড়াও ব্যাংকের কার্ডহোল্ডাররা সেবাএক্সওয়াইজেড থেকে অ্যাপ্লায়েন্স মেরামত, বাসা পরিবর্তন, বাসা পরিস্কার এবং অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন আকর্ষণীয় দামে। ফলে প্রতিযোগিতামূলক দামে মানসম্পন্ন পণ্য ও সেবা গ্রহণ আগের চেয়ে সহজ হবে। আর্থিক সুবিধা এবং বিশ্বস্ত ব্র্যান্ডের প্রিমিয়াম অফারের সমন্বয়ে করা নতুন এই অংশীদারিত্ব গ্রাহকদের উন্নত শপিং অভিজ্ঞতা বাড়বে।
প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং সেবাএক্সওয়াইজেড-এর ফাউন্ডার ও গ্রূপ সিইও আদনান ইমতিয়াজ হালিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অফ কাস্টমার প্রোপসিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং সেবাএক্সওয়াইজেড-এর চিফ অপারেটিং অফিসার রোনাল্ড মিকি ও কর্পোরেট সেলস ম্যানেজার ফয়সাল ইবনে ইসলাম সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।