Print

সারাদিন

আমার নামের সঙ্গে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক ব্যবহার করবেন না: তারেক রহমান

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তার নামের সঙ্গে ‘দেশনায়ক’ বা ‘রাষ্ট্রনায়ক’ জাতীয় শব্দ ব্যবহার না করতে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএনপি আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক ভার্চুয়াল এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ অনুরোধ করেন।

তারেক রহমান বলেন, “বিএনপি এমন একটি দল, যারা অতীতে দেশের উন্নয়ন এবং জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। অনেক ক্ষেত্রে সফল হলেও কিছু ক্ষেত্রে ব্যর্থতাও রয়েছে। তবে একটি নিরপেক্ষ নির্বাচন হলে, দলকে ঐক্যবদ্ধ রাখতে পারলে এবং জনগণের চাহিদা অনুযায়ী কাজ করতে পারলে বিএনপিই আগামী দিনে সরকার গঠন করবে।”

তিনি আরও বলেন, “আমাদের ৩১ দফা ভবিষ্যতে দেশ পরিচালনার একটি রূপরেখা। এটি বিএনপির নিজস্ব চিন্তার ফসল নয়; স্বৈরাচারবিরোধী আন্দোলনে শরিক অন্যান্য দলের মতামতের ভিত্তিতে এটি প্রণয়ন করা হয়েছে। জনকল্যাণে এটি গণতন্ত্রে বিশ্বাসী সব দলের সম্মিলিত চিন্তার প্রতিফলন।”

তারেক রহমান জানান, ৩১ দফাকে মানুষের কাছে পৌঁছাতে ছোট ছোট উঠান বৈঠকের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে কাজ করতে হবে। তিনি বলেন, “জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি না হলে কোনো সংস্কারই কার্যকর হবে না। জবাবদিহিতার জন্য ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা প্রতিষ্ঠা হয়।”

তিনি আরও বলেন, “আমাদের হাজারো সহকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, ৬০ লাখের বেশি নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন। এই ত্যাগ জনগণের ভোট ও কথা বলার অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে। কাজেই যেকোনো মূল্যে এই অধিকার ফিরিয়ে আনতে জনগণকে সচেতন করতে হবে।”

Nagad
Nagad

ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তারেক রহমান বলেন, “সম্প্রতি কিছু ঘটনা ও খবর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। তাই জনগণকে সচেতন করে তাদের সঙ্গে থাকতে হবে।”

সবশেষে তিনি বলেন, “সহকর্মী ও নেতা হিসেবে আমার নির্দেশ—আজ থেকে দয়া করে আমার নামের সঙ্গে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক জাতীয় উপাধি ব্যবহার করবেন না।”