প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪
সারাদিন ডেস্ক
লন্ডনভিত্তিক দ্য জেনোসাইড ৩৭ ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টবি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অপরাধ ও মানবাধিকার আইনজীবী ও প্রত্যর্পণ বিশেষজ্ঞ, লন্ডনভিত্তিক ল’ ফার্ম গার্নিকা ৩৭ গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও গার্নিকা ৩৭ চেম্বারসের যুগ্ম প্রধান।
বাংলাদেশ সময় বুধবার (২০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ক্যাডম্যান নিজেই এ তথ্য জানান। তিনি লেখেন, “বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিশেষ প্রসিকিউটোরিয়াল পরামর্শক হিসেবে নিয়োগ পেয়ে আমি সম্মানিত।”
ক্যাডম্যানের আইন চেম্বারও বিষয়টি নিশ্চিত করে এক্সে জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে চিফ প্রসিকিউটরকে পরামর্শ প্রদানই হবে তার মূল দায়িত্ব।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ সফর করেন টবি ক্যাডম্যান। তিনি ২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন। তবে এ নিয়োগ প্রসঙ্গে এখনো চিফ প্রসিকিউটরের কার্যালয় বা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।