প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ।
এদিন সকালে বরিশাল থেকে ঝালকাঠির রাজাপুরে যাওয়ার পথে পিংড়ী এলাকায় তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ধ্বংসস্তূপে পরিণত হয়। হামলার সময় শাহজাহান ওমর আহত হন। এ ঘটনার পর তিনি বাদী হয়ে মামলা করতে থানায় যান।
তবে থানায় পৌঁছানোর পর কাঠালিয়া থানায় তার নামে থাকা একটি পুরনো মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ঝালকাঠি জেলা প্রতিষ্ঠার আগে শাহজাহান ওমর বাকেরগঞ্জ-১২ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি পঞ্চম, অষ্টম ও দ্বাদশ জাতীয় সংসদে ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচনে বিজয়ী হন। খালেদা জিয়ার প্রথম এবং তৃতীয় মন্ত্রিসভায় তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বিএনপির রাজনীতিতে দীর্ঘ সময় ধরে যুক্ত থাকার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগে যোগ দেন।