প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
দেশের বাজারে এসার ব্র্যান্ডের সুইফট গো ১৪ সিরিজের এআই প্রযুক্তি সমৃদ্ধ দুটি নতুন ল্যাপটপ উন্মোচন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ল্যাপটপ দুটির মডেল হলো এসার সুইফট গো এসএফজি ১৪-৭৩ এবং এসএফজি ১৪-৭৩টি।
ল্যাপটপ দুটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল আলট্রা ৫ ১২৫এইচ এবং ৭ ১৫৫এইচ প্রসেসর, যা ৪.৫ গিগা হার্জ থেকে ৪.৮ গিগা হার্জ পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম। স্টোরেজ হিসেবে রয়েছে যথাক্রমে ৫১২জিবি এবং ১ টেরাবাইট জেন৪ এনভিএমই এসএসডি। দুটো ল্যাপটপেই ব্যবহৃত হয়েছে ১৬জিবি অনবোর্ড র্যাম।
আরও রয়েছে বিল্ট-ইন ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস। সিলভার কালারের এই ল্যাপটপ ২টিতেই রয়েছে ২ বছরের বিক্রয় পরবর্তী সেবা।
এসার সুইফট গো এসএফজি ১৪-৭৩ এবং এসএফজি ১৪-৭৩টি এর সর্বোচ্চ খুচরা মূল্য যথাক্রমে ১৩২,০০০ এবং ১৫০,০০০ টাকা।
এসারের নতুন ল্যাপটপগুলো এআই প্রযুক্তি, উচ্চ গতির প্রসেসর, এবং উন্নত গ্রাফিক্সের কারণে শিক্ষার্থী, পেশাজীবী এবং ডিজাইনারদের জন্য আদর্শ হতে পারে।