প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চাপের মুখে নয়, সংস্কার প্রক্রিয়ার ভিত্তিতেই সরকার নির্বাচনের দিকে এগোবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
শনিবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপির চাপ সত্ত্বেও সংস্কার কমিশনের কাজ সম্পন্ন করেই নির্বাচন হবে।”
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে সহিংস আচরণের কারণে আওয়ামী লীগ তাদের নৈতিক অধিকার হারিয়েছে। তাদের বিচার করতে হবে এবং জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।”
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি জানান, “স্বাধীনতার পথে অন্তরায় এমন আইনগুলো পর্যালোচনা করে গণমাধ্যম চর্চার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরির রূপরেখা প্রস্তুত করা হবে।”
অন্তর্বর্তী সরকারের ওপর আন্দোলনের চাপ প্রসঙ্গে তিনি বলেন, “কিছু দাবি ন্যায্য হলেও সব নয়। দাবির আড়ালে ষড়যন্ত্রের সম্ভাবনাও থাকতে পারে।”