প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪
সারাদিন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে, যা এ বছর একদিনে সর্বোচ্চ। একই সময়ে ১ হাজার ৭৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গুতে এ বছর মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪৫৯ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। এর মধ্যে পাঁচ জন উত্তর সিটির, চার জন দক্ষিণ সিটির। বাকি দুজন খুলনা বিভাগের।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৭২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন, খুলনা বিভাগে ১৪৩ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৭ জন এবং সিলেট বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বিশেষজ্ঞ অধ্যাপক ড. আতিকুর রহমান জানিয়েছেন, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, জরিপ ও দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।