প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪
সারাদিন ডেস্ক
লেবাননভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের তেল আবিব ও আশপাশের এলাকায় ৩৪০টি মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি আর্মি রেডিওর তথ্য অনুযায়ী, এসব হামলায় ১১ জন আহত হয়েছে এবং বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে, হিজবুল্লাহ দাবি করে যে তারা আশদোদ নৌ ঘাঁটিসহ তেল আবিবের সামরিক স্থাপনাগুলোতে আক্রমণ করেছে। পাল্টা আক্রমণে ইসরায়েল বৈরুতে তীব্র বিমান হামলা চালায়, যেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। নিরাপত্তার জন্য জানুয়ারি পর্যন্ত বৈরুতের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে এ পর্যন্ত ৩০ জন নিহত হয়েছে। সংঘাত শুরুর পর থেকে লেবাননে ৩ হাজার ৭৫৪ জন নিহত এবং ১৫ হাজার ৬২৬ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বেশ কিছু এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে এবং কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে পেতাহ টিকভা ও রিনাট্যায় বড় ধরনের ক্ষতি হয়েছে।