প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪
সারাদিন ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার বা নতুন সরকারের সময়েও বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্ব অটুট থাকবে। রবিবার (২৪ নভেম্বর) জাপান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পরও টোকিও বাংলাদেশের প্রতি তার সহযোগিতামূলক অবস্থান বজায় রেখেছে।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ময়নামতি ওয়ার সিমেট্রিতে সমাহিত সাবেক জাপানি সৈন্যদের দেহাবশেষ উদ্ধারের সর্বশেষ অগ্রগতি জানান। তিনি উল্লেখ করেন, উদ্ধার হওয়া ২৩ জনের দেহাবশেষ যাচাই-বাছাই ও ডিএনএ পরীক্ষার জন্য জাপানে পাঠানো হবে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রদূত বলেন, গত ৫০ বছর ধরে দুই দেশ একসঙ্গে কাজ করে আসছে এবং তা অব্যাহত থাকবে।