প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় ও শেষ ওয়ানডেতে আইরিশ নারী দলকে ১৮৫ রানে গুটিয়ে দিয়ে হোয়াইটওয়াশের দারুণ সুযোগ তৈরি করেছে বাংলাদেশ নারী দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার (২ ডিসেম্বর) টস জিতে ব্যাটিং নেয় আয়ারল্যান্ড।
প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারায় তারা। বাংলাদেশের সুলতানা খাতুন বোল্ড করেন ওপেনার সারাহ ফোর্বসকে (৫)। এরপর লুইস ও হান্টারের ৪৮ রানের জুটি আয়ারল্যান্ডকে কিছুটা পথ দেখালেও রাবেয়া খাতুনের দারুণ বোলিংয়ে ভাঙে এই জুটি।
অধিনায়ক গ্যাভি লুইসের ৫২ রানের ইনিংস ছাড়া কেউ বড় অবদান রাখতে পারেনি। ৯টি চারের সাহায্যে সাজানো তার ইনিংস থামে ফাহিমা খাতুনের বলে বোল্ড হয়ে।
বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন নেন ৩ উইকেট, সুলতানা ও নাহিদা ২টি করে এবং স্বর্ণা নেন ১ উইকেট।
হোয়াইটওয়াশ নিশ্চিত করতে বাংলাদেশকে করতে হবে ১৮৬ রান।