প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক:
টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসাব থেকে বেতনের বাইরে ১৩৪ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১২০ কোটি টাকা ইতোমধ্যেই উত্তোলন করা হয়েছে। বর্তমানে তার জব্দকৃত হিসাবে ১৪ কোটি টাকা অবশিষ্ট রয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বিধিবহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নী সাহার ব্যাংক হিসাব জব্দ করেছে। এ হিসাবের লেনদেন ১৭টি ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে।
ব্যাংক লেনদেনের পাশাপাশি মুন্নী সাহার গুলশান-তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে ১৬৫ নম্বর প্লটে একটি ডুপ্লেক্স বাড়ির মালিকানার তথ্যও প্রকাশিত হয়েছে।
রাজনৈতিক মামলায় জড়িত
জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাঈম হাওলাদার নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় মুন্নী সাহাকে আসামি করা হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আরও ছয়জন সাংবাদিকের নাম রয়েছে।
সাংবাদিকতার ক্যারিয়ার
মুন্নী সাহা সাংবাদিকতা শুরু করেন ভোরের কাগজ দিয়ে। পরে একুশে টেলিভিশন, এবং এটিএন বাংলায় যোগ দেন। জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ কাভার করেছেন তিনি। বিশেষ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
অভিযোগের তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। বিএফআইইউ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লেনদেনের বৈধতা যাচাই করছে বলে জানা গেছে।