Print

সারাদিন

দক্ষিণ কোরিয়ায় নাটকীয় মোড়, সামরিক আইন জারির কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৪

সারাদিন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল আকস্মিকভাবে সামরিক আইন জারি করলেও জাতীয় এবং আন্তর্জাতিক বিরোধিতার মুখে তা কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করেছেন।

স্থানীয় সময় বুধবার (৪ ডিসেম্বর) গভীর রাতে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ইওল সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দেন। পার্লামেন্টের বিপুল সংখ্যাগরিষ্ঠ সদস্য এই আইনের বিরোধিতা করে ভোট দেন। তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রেসিডেন্ট সামরিক বাহিনী প্রত্যাহার করেন এবং আইন তুলে নেওয়ার জন্য মন্ত্রিসভা বৈঠকের নির্দেশ দেন।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো সামরিক আইন জারি করেন ইউন। তিনি অভিযোগ করেন, বিরোধী দল দেশের সরকার অচল করে দিচ্ছে এবং উত্তর কোরিয়ার হুমকির বিরুদ্ধে উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে রক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া জরুরি।

তবে এই সিদ্ধান্তের পরপরই রাজধানী সিউলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পার্লামেন্ট ভবন ঘিরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সামরিক বাহিনী পার্লামেন্ট ভবনে প্রবেশ করে এবং ভবনের ওপরে হেলিকপ্টারও দেখা যায়।