প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪
সারাদিন ডেস্ক
বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশনে।
গ্রেপ্তারকৃতরা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্য। তাদের মধ্যে রয়েছেন আর্য দাস, সুবীর দাস এবং রিপন চট্টোপাধ্যায়। সংগঠনের নেতা বাপন বিশ্বাস এই তিনজনের বজরং দলের সঙ্গে সম্পৃক্ততা নিশ্চিত করেছেন এবং মুক্তি না দিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার (৪ ডিসেম্বর) বারাসাত স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে বাংলাদেশের পতাকা আঁকে অভিযুক্তরা। পরে তারা ওই পতাকার ওপর দাঁড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে।
সম্প্রতি বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর থেকেই সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোতে এমন ঘটনা বাড়ছে। এর আগে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং পতাকা অবমাননার ঘটনাও ঘটেছে।
এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে কড়া প্রতিবাদ জানায়।