Print

সারাদিন

ধানমন্ডিতে ফ্রেন্ডশিপ রান অনুষ্ঠিত, পাশে ছিল গিগাবাইট অরাস

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:

রাজধানীর অন্যতম বড় সৌখিন ও অপেশাদার দৌড়বিদদের সংগঠন টিম ধানমন্ডি আয়োজিত “ধানমন্ডি ফ্রেন্ডশিপ টেন কে ২০২৪” শিরোনামে একটি ফ্রেন্ডশিপ রান আজ শনিবার (৭ ডিসেম্বর) ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়েছে।

১০ কিলোমিটার দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতায় ধানমন্ডি ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০০ সৌখিন ও অপেশাদার দৌড়বিদ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। টিম ধানমন্ডি দীর্ঘদিন ধরে প্রাত্যহিক দৌড় ও শরীরচর্চার মাধ্যমে স্থানীয় কমিউনিটিকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করে আসছে।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সৌহার্দ্যপূর্ণ দৌড় প্রতিযোগিতার সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন টিম ধানমন্ডির নেতৃবৃন্দ এবং ঢাকার বিভিন্ন রানিং কমিউনিটির সদস্যরা। সমাপনী অনুষ্ঠানে অতিথিরা শারীরিক সুস্থতা ও সামাজিক সংহতি সুরক্ষায় দৌড়ের মতো কমিউনিটি-ভিত্তিক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

বিজয়ের মাসে অনুষ্ঠিত এই আয়োজনের প্রতিপাদ্য ছিল পরস্পরের মধ্যে বন্ধুত্বের বন্ধন এবং সামাজিক সংহতি জোরদার করা। টিম ধানমন্ডি বিশ্বাস করে, কমিউনিটি দৌড় কেবল শারীরিক সক্রিয়তা ও সুস্থতারই নয়, বরং বন্ধুত্ব এবং সামাজিক সহমর্মিতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

টিম ধানমন্ডি ইতিপূর্বে আল্ট্রা ম্যারাথন, ১৬ কিলোমিটার বিজয় দিবস দৌড় এবং শিশুদের জন্য বিশেষ দৌড় প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়িয়ে চলেছে।

Nagad
Nagad

এই আয়োজনে পাশে ছিল গিগাবাইট অরাস। গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ধন্যবাদ, টিম ধানমন্ডি, এমন অসাধারণ একটি ইভেন্ট আয়োজনের জন্য! এতে অংশগ্রহণ করতে পেরে আমরা দারুণ আনন্দিত। আমরা, গিগাবাইট অরাস, এই আয়োজনের অংশ হতে পেরে গর্বিত। আপনাদের সঙ্গে আবারও দেখা হওয়ার অপেক্ষায় রইলাম!

এছাড়াও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ডিস্ট্রিবিউশন বিজনেস বিভাগের পরিচালক জাফর আহমেদ, গিগাবাইট বাংলাদেশের ই-স্পোর্টস ইভেন্ট কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম আবির এবং গিগাবাইট কমিউনিটি ম্যানেজার মোস্তফা মনোয়ারসহ আয়োজক সংশ্লিষ্টরা।

এ ধরনের আয়োজন কেবল শারীরিক সক্রিয়তা নয়, বরং সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজকেরা মনে করছেন।